মাত্র ২৪ বছর বয়সেই মরণব্যাধি ক্যানসারের কাছে হার মানলেন ঢাকা দ্বিতীয় বিভাগের অলরাউন্ডার আব্দুল আলিম হৃদয়।
বুধবার (২৯ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্লাড ক্যানসারে আক্রান্ত হৃদয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবি জানিয়েছে, গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে ঢাকা দ্বিতীয় বিভাগে ক্রিকেট খেলতেন বাঁ-হাতি অলরাউন্ডার হৃদয়। তিনি আজ মারা গেছেন। ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করার পাশাপাশি চলতি মৌসুমেও ক্লাবের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। তার মৃত্যুতে বিসিবি গভীর সহানুভূতি ও পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের দাবি, কিছুদিন আগে ঢাকায় আসার পর ডেঙ্গু আক্রান্ত হন হৃদয়। এরপর তার শরীরে ক্যানসার হানা দেয়।
হৃদয়ের মৃত্যুতে শোক জানিয়ে সাইফ লেখেন, ছোট ভাই হৃদয় আমাদের মাঝে আর নেই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলতে ঢাকায় অবস্থান করেছিল, ডেঙ্গু আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্লাড ক্যানসার এবং ব্রেন স্ট্রোক করে আজকে (২৯ নভেম্বর) মারা যায়।
অন্যদিকে তরুণ এই ক্রিকেটারের মৃত্যুর কারণ হিসেবে ঢাকার পরিবেশকে দায়ী করেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাইফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার (সাইফ) মন্তব্য, বসবাস করার জন্য ঢাকা অযোগ্য শহর, মানুষের স্বাস্থ্য-সুরক্ষা একদম নেই বললেই চলে। কিছুদিন আগে ছেলেটা বিয়ে করেছিল, কত স্বপ্ন ছিল তার পরিবার নিয়ে বাঁচার। কিন্তু নিয়তি তাকে আর থাকতে দিল না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছুই না করি, তা-ও আমাদের সিস্টেম চেঞ্জ হবে না। ভালো থাকিস ওপারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন