ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের এক চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোর চারটার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহকর্মীর (১৫) মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা ইশা খাঁ রোডে ডা. মোহাম্মদ জামিল আহমদ শাহেদীর বাসার গৃহকর্মী ছিল ওই কিশোরী।
এই চিকিৎসকের দাবি, মেয়েটি 'আত্মহত্যা' করেছে।
শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ভোরে ফোনে তাদেরকে খবর দেওয়া হয়।
তিনি বলেন, “গৃহকর্মী মেয়েটি ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
চিকিসক জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, গত এক বছর ধরে মেয়েটি তার বাসায় কাজ করছিল।
“তার বাবা-মা আলাদা থাকেন। তাই আমরা তাকে আমাদের বাসায় নিয়ে আসি। ভোর ৪ টার দিকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন আমার স্ত্রী। এর পরপরই আমরা বিষয়টি শাহবাগ থানা এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমকে জানাই। পরে তারা (পুলিশ) এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।"
কী কারণে আত্মহত্যা করতে পারে জানতে চাইলে তিনি বলেন, “আমরা যতটুকু জানি, একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ছেলেটির সঙ্গে নিয়মিত কথা বলত এবং মাঝেমধ্যেই ছেলেটি বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকত। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন