শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

 

ওই যুব্ক টেকনাফ থেকে ইয়াবা আনেন আর ফেরার পথে নিয়ে যান গাঁজা, বলেছে পুলিশ।



চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে শুক্রবার গভীর রাতে এ যুবককে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তিনি টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসেন আর ফেরার পথে নিয়ে যান গাঁজা।

গ্রেপ্তার যুবকের নাম মো. শাকের (৩২), যিনি টেকনাফের মুছনী এলাকার ২৬ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।


এ ব্যক্তি এর আগে গত অগাস্টে ফেনী সদর থানাতেও একবার গ্রেপ্তার হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে সিনেমা প্যালেস বাস কাউন্টার এলাকা শাকেরকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুইটি কাটুনে ভরা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। চট্টগ্রাম থেকে গাঁজাগুলো নিয়ে টেকনাফ যাওয়ার প্রস্তুতি নিয়েছিল।


গ্রেপ্তার ওই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ কর্মকর্তা অতনু বলেন, টেকনাফ থেকে শাকের ইয়াবা নিয়ে চট্টগ্রাম, ফেনীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করেন। আবার ফেনী থেকে টেকনাফে গাঁজা নিয়ে যান। এবারও ফয়সাল নামে এক ব্যক্তি তাকে গাঁজাগুলো দিয়েছিল টেকনাফ নেওয়ার জন্য। সেখানে আরেক ব্যক্তির তা সংগ্রহ করার কথা ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রোজা যে তারিখ থেকে শুরু হতে পারে

ইসলাম ধর্মের পবিত্রতম মাস রমজান। এই মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন। আর মাত্র তিন মাস পরেই শুরু হতে যাচ্ছে রহমত, বরকত ও...